আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০
কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। তার ছেলে মীর মোহাম্মদ আনিস গতকাল রবিবার সকালে দেশ রূপান্তরকে জানান, ‘তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বার্ধক্যজনিত কারণে কিডনি, লিভারে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে।’ এদিকে গতকাল রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কবির অবস্থা অপরিবর্তিত ছিল।
গত শুক্রবার আল মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখেন। আল মাহমুদের ছেলে আনিস বলেন, ‘শনিবার রাত ৯টা পর্যন্ত ভালো ছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ৯টার পর থেকে শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।’
ডা. আবদুল হাইয়ের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন আল মাহমুদ। এর আগেও এই চিকিৎসকের কাছেই নিয়মিত চিকিৎসা সম্পর্কিত পরামর্শ নিয়েছেন বলে জানান আনিস। এই অবস্থায় দেশের মানুষের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন আল মাহমুদের ছেলে আনিস।
নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০

কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। তার ছেলে মীর মোহাম্মদ আনিস গতকাল রবিবার সকালে দেশ রূপান্তরকে জানান, ‘তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বার্ধক্যজনিত কারণে কিডনি, লিভারে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে।’ এদিকে গতকাল রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কবির অবস্থা অপরিবর্তিত ছিল।
গত শুক্রবার আল মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখেন। আল মাহমুদের ছেলে আনিস বলেন, ‘শনিবার রাত ৯টা পর্যন্ত ভালো ছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ৯টার পর থেকে শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।’
ডা. আবদুল হাইয়ের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন আল মাহমুদ। এর আগেও এই চিকিৎসকের কাছেই নিয়মিত চিকিৎসা সম্পর্কিত পরামর্শ নিয়েছেন বলে জানান আনিস। এই অবস্থায় দেশের মানুষের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন আল মাহমুদের ছেলে আনিস।