ইন্টার মিলানের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। সান সিরোয় মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
বদলি নামার দুই মিনিটের মাথায় মালকমের গোলে ম্যাচের ৮৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বলে বাঁ-পায়ের নিচু শটে গোলটি করেন ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম।
ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। চার মিনিটের মধ্যেই স্বাগতিক দলকে সমতায় ফেরান মাউরো ইকার্দি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের ডান পায়ের জোরাল শট বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের দুপায়ের ফাঁক গলে জালে জড়ায়। বাকি সময় আর কোনো গোল হয়নি।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। দুই ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করল লা লিগা চ্যাম্পিয়নরা।
গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭।
গ্রুপের আরেক ম্যাচে পিএসভির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর হ্যারি কেইনের শেষ দিকের জোড়া গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পায় টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি। পিএসভির পয়েন্ট ১।