মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ভোট পেছাতে বুধবার ইসিতে যাবে ঐক্যফ্রন্ট

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০৭:১০ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ আরও পেছাতে বুধবার নির্বাচন কমিশনে যাবে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বিকেলে সাক্ষাতের সময় চেয়ে নির্বাচন কমিশন (ইসি) বরাবর চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নতুন করে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেন। তবে নতুন তফসিলও মেনে নেয়নি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। প্রথম দফা তফসিলে ভোটগ্রহণের তারিখ ছিল ২৩ ডিসেম্বর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার সময় বিএনপিপ্রধান ঐক্যফ্রন্ট তফসিল এক মাস পেছানোর দাবি জানিয়েছিল।

এ বিষয়ে মঙ্গলবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বৈঠক করেন জোটের গুরুত্বপূর্ণ নেতারা। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, ‘ইসি সুষ্ঠু নির্বাচন করতে রাজি নয়। নির্বাচন মাত্র সাত দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণের সিদ্ধান্তে আমরা হতাশ, দেশবাসীও হতাশ।’

তিনি জানান, বুধবার দুপুর ১২টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে যাবে।

বৈঠকে কাদের সিদ্দকী, জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসিকে চিঠি

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসি বরাবর বুধবার সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক চিঠি নিয়ে ইসি ভবনে যান।

জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে একটি রেওয়াজ, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাক্রমে তফসিল ঘোষণা করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে এ রেওয়াজ মানা হয়নি।’

এতে বলা হয়, ‘সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বে আগামীকাল ১৪ নভেম্বর, বুধবার দুপুর ১২টায় আপনার দফতরে এসে নির্বাচনের তফসিলসহ সামগ্রিক বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

চিঠিতে উল্লেখ রয়েছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাড. সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোকাব্বির খান, এস এম আকরাম ও আবদুল মালেক রতন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত