বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

অভিষেকেই নাঈমের ইতিহাস

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০৫:৩৯ পিএম

সম্ভাবনার ব্যাপারটা জানান দিয়েছিলেন সবশেষ জাতীয় লিগেই। নিয়েছিলেন সর্বোচ্চ ২৮ উইকেট। জাতীয় দলে শুরুতেই দেখালেন তাক লাগানো নৈপুণ্য। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই নিলেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে কৃতিত্বটি গড়ে নাঈম হাসান হলেন আরো স্মরণীয়।  

চট্টগ্রাম টেস্টে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৬ রানে গুঁড়িয়ে দেওয়ার পেছনে বড় অবদান রাখার পাশাপাশি নিজের অভিষেক টেস্টটা নানাভাবে রাঙালেন অফ স্পিনার নাঈম।  

৬১তম ওভারের দ্বিতীয় বলে জোমেল ওয়ারিক্যানকে বোল্ড করে টেস্টে সবচেয়ে কম বয়সে (১৭ বছর ৩৫৬ দিন) ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েন নাঈম। পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে (১৮ বছর ১৯৩ দিন)। ২০১১ সালের নভেম্বরে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় তার। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।

নাঈমের বাকি চারটি শিকার সুনিল অ্যামব্রিস, রোস্টন চেস, দেবেন্দ্র বিশু ও কেমার রোচ। টেস্টে বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নিলেন নাঈম।

এক ইনিংসে ৫ বা বেশি উইকেট নেওয়া তিনজন এই টেস্টে নাঈমের সতীর্থ- মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম। বাকিরা চারজন ইলিয়াস সানি, মনজুরুল ইসলাম মঞ্জু, নাঈমুর রহমান ও সোহাগ গাজী।

নাঈমের আগে সবশেষ এমন নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ। ২০১৬ সালে ২৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত