তিন মাসের জেল হয়েছে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের। দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজিব সাহাই এডলাঁ শুক্রবার এই রায় দেন। ঋণখেলাপির দায়ে সাজাপ্রাপ্ত এ অভিনেতাকে রাখা হবে তিহার জেলে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, ২০১০ সালে রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা পাঁচ কোটি রুপি ঋণ নিয়েছিলেন মুরালি প্রোজেক্ট নামের সংস্থা থেকে। শর্ত ছিল ২০১১ সালের ৩০ জুনের মধ্যে আট কোটি রুপি ফেরত দেবেন। কিন্তু শর্ত অনুসারে টাকা ফেরত না পাওয়ায় আইনি ব্যবস্থা নেয় ঋণদাতা প্রতিষ্ঠান।
মুরালি প্রোজেক্টের অভিযোগের ভিত্তিতেই মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে তিন মাসের কারাদণ্ডের রায় দেয় উচ্চ আদালত।
জানা যায়, নিজের পরিচালনায় হিন্দি সিনেমা ‘আতা পাতা লাপাতা’ তৈরির জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তার প্রতিষ্ঠানে শ্রী নাইরং গোদাভরির ব্যানারে সিনেমাটি নির্মাণের কথা ছিল।
বলিউডের অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন রাজপাল যাদব। পাশাপাশি দেখা গেছে দক্ষিণ ভারতীয় সিনেমায়। নায়ক হিসেবে তাকে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে ‘ম্যায়, মেরি পত্মী আউর ওহ’-এ। রাজপালের মুক্তি প্রতিক্ষীত সিনেমার মধ্যে রয়েছে তারকাবহুল ‘টোটাল দামাল’।