একই সিনেমায় অভিনয় করতে চলেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। দুই প্রজন্মের দুই তারকাকে নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন অনন্য মামুন। তবে জানাননি কবে শুরু হবে দৃশ্যায়ন, তাদের সঙ্গে আর কারা থাকছেন।
সিনেমাটির ফার্স্টলুক পোস্টার শেয়ার করে শনিবার বিকেলে ফেসবুকে খবরটি জানালেন নির্মাতা।
ক্যাপশনে অনন্য মামুন লেখেন, “আমি সবসময় চুপ থাকি, কিন্তু এবার পারলাম না। ইনশাআল্লাহ অস্তিত্বের পর আবার একটা সিনেমার কাজ শুরু করলাম... ‘আবার বসন্ত’। সিনেমার জন্য সব চাইতে বড় স্টার হলো গল্প।”
পোস্টার বলে দিচ্ছে অসম সম্পর্কের গল্প নিয়ে হতে পারে সিনেমাটি। ফেনা ভর্তি বাথটাবে হাতে পানীয় নিয়ে কিছু ভাবছেন স্পর্শিয়া। ভাবনার উৎস বিনয় মজুমদারের কবিতা। স্পর্শিয়ার পাশে বসে বিখ্যাত কবির কবিতা শোনাচ্ছেন তারিক আনাম খান।
এর আগে অনন্য মামুনের পরিচালনায় স্পর্শিয়া অভিনয় করলেও তারিক আনাম খানকে দেখা যায়নি। নির্মাতার মুক্তি প্রতিক্ষীত ‘বন্ধন’ সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হবে টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেত্রীর। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে স্পর্শিয়া অভিনীত ‘ইতি তোমারই ঢাকা’। আর তারিক আনামকে সর্বশেষ দেখা গেছে রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’য়।
অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ মুক্তি পায় ২০১৬ সালে। মাঝে দুটি ওয়েব সিরিজ নির্মাণ নিয়ে আলোচনায় ছিলেন তিনি।