ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সে ঢাকা টেস্টে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনেই কোণঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের ৫০৮ রানের জবাবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিন বিষে পুড়ছে ক্যারিবীয়রা। শনিবারের খেলা শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান। শিমরন হেটমায়ার ৩২ ও শেন ডোরিচ ১৭ রানে অপরাজিত আছেন।
ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি উইকেটের মধ্যে ৩৬ রানে তিন উইকেট নিয়েছেন মিরাজ। ১৫ রানে দুই উইকেট নিয়েছেন সাকিব।
পাঁচ উইকেটে ২৫৯ রানে প্রথম দিনের খেলা শেষ করা বাংলাদেশ শনিবার বাকি পাঁচ উইকেটে পায় আরও ২৪৯ রান। দিনের শুরু থেকেই আস্থার সঙ্গে ব্যাট চালাতে থাকেন অপরাজিত থাকা সাকিব-মাহমুদউল্লাহ জুটি।
দলের রান ৩০০ পার হতেই ১১১ রানের এই জুটি ভাঙেন পেসার কেমার রোচ। তার বলে শাই হোপকে ক্যাচ দেওয়ার আগে ব্যক্তিগত সংগ্রহটা ৫৫ রান থেকে ৮০ রানে নিয়ে যান সাকিব। বাংলাদেশ দলের অধিনায়কের ১৩৯ বলের ইনিংসটিতে রয়েছে ছয়টি চারের মার।
এরই মধ্যে অর্ধশতকের দেখা পাওয়া মাহমুদউল্লাহ সপ্তম উইকেটে লিটন দাসকে নিয়ে গড়ে তুলেন ৯২ রানের কার্যকরী এক জুটি। দলীয় ৩৯৩ রানে এই জুটির লাগাম টানেন ব্র্যাথওয়েট। তাকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন টেস্টে চতুর্থ অর্ধশতকের দেখা পাওয়া লিটন। ৬২ বলে খেলা তার ৫৪ রানের ইনিংসটিতে আছে আটটি চার ও একটি ছক্কা।
উইকেটের একপ্রান্ত আগলে রাখেন মাহমুদউল্লাহ। অষ্টম উইকেটে মিরাজের সঙ্গে গড়েন ২৩ রানের ছোট্ট এক জুটি। এই জুটিতেই ৪০০ রান পার হয় বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যানকে খেলতে গিয়ে কট বিহাইন্ড হন ২৬ বলে দুই চারে ১৮ করা মিরাজ।
নবম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ৫৬ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন মাহমুদউল্লাহ। এই সময়ে টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পান অভিজ্ঞ এই ব্যাটার।
দলীয় ৪৭২ রানে এই জুটিতে ছেদ ঘটান ব্র্যাথওয়েট। তার বলে উইকেটরক্ষক শেন ডোরিচের গ্লাভসবন্দি হন ৫৮ বলে তিন চারে ২৬ রান করা তাইজুল। দশম উইকেটেও ভালো রান পেয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ-নাঈম হাসানের ৩৬ রানের জুটিতে পাঁচশ রানের গণ্ডি পার হয় তারা।
স্বাগতিকদের রানের চাকা থামে ওয়ারিক্যানের বলে মাহমুদউল্লাহর বিদায়ে। উইকেট ছাড়ার আগে ১৩৬ রান করেন প্রথম দিন ৩১ রানে অপরাজিত থাকা সহ-অধিনায়ক। ২৪২ বলে খেলা তার ক্যারিয়ার সেরা ইনিংসটি রয়েছে ১০টি চারের মার।
উইন্ডিজ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন রোচ, ওয়ারিক্যান, দেবেন্দ্র বিশু ও ব্র্যাথওয়েট। একটি করে উইকেট লুইস ও চেইসের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৫৯/৫) ১৫৪ ওভারে ৫০৮ (সাকিব ৮০, মাহমুদউল্লাহ ১৩৬, লিটন ৫৪, মিরাজ ১৮, তাইজুল ২৬, নাঈম ১২*; রোচ ২৫-৪-৬১-২, লুইস ২০-২-৬৯-১, চেইস ২৮-০-১১১-১, ওয়ারিক্যান ৩৮-৫-৯১-২, বিশু ২৮-১-১০৯-২, ব্র্যাথওয়েট ১৫-০-৫৭-২)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪ ওভারে ৭৫/৫ (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ৪, হোপ ১০, আমব্রিস ৭, চেইস ০, হেটমায়ার ৩২*, ডাওরিচ ১৭*; সাকিব ৯-৩-১৫-২, মিরাজ ১০-১-৩৬-৩, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)