মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ওয়াশিংটনে খাসোগির নামে সড়ক হচ্ছে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৩ পিএম

আলোচিত সাংবাদিক জামাল খাসোগির নামে ওয়াশিংটন ডিসিতে সৌদি দূতাবাসের পাশের সড়কের নামকরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে সিটি কাউন্সিলের অনুমোদন চেয়েছেন।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনুমোদন পেলে দূতাবাস ভবন সংলগ্ন এ সড়কের নাম হবে ‘জামাল খাসোগি ওয়ে’।

সৌদি রাজপরিবারের সমালোচক এই সাংবাদিক গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন।

প্রথমে অস্বীকার করলেও ঘটনার ১৭ দিন পর কনস্যুলেটের ভেতরেই ‘হাতাহাতির একপর্যায়ে’ খাসোগির মৃত্যু হয়েছে বলে বিবৃতি দেয় সৌদি কর্তৃপক্ষ।

সিএনএন বলছে, অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাস আগে সড়কের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। ‘এ ধরনের হত্যা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং মতপ্রকাশের পক্ষে ওয়াশিংটনের অব্যাহত সমর্থনে’র কথা সৌদি কর্মকর্তাদের প্রতিদিন মনে করিয়ে দেওয়াই এর উদ্দেশ্য।

এর আগে রাশিয়ার দূতাবাসের পাশের সড়কটি বরিস নেমতসভের নামে রাখে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নেমতসভ ২০১৫ সালে মস্কোতে হত্যার শিকার হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত