চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন তামিম ইকবাল। নিজেকে ঝালিয়ে নিতে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ঢাকা টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচটি।
চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার কথা থাকলেও পুরোপুরি চোট কাটিয়ে ওঠতে না পারায় সেটাও হয়নি। তবে ওয়ানডে সিরিজে অভিজ্ঞ এই ওপেনারের খেলা অনেকটাই নিশ্চিত।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলার পর একবারও বল হাতে নেননি মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল লড়াইয়ে নামার লাগে প্রস্তুতি ম্যাচটাতে নিজেকে ঝালিয়ে নেওয়ার ক্ষেত্রে হিসেবে নিতে চান অভিজ্ঞ এই পেসার।
১৩ জনের বিসিবি একাদশে বেশ কয়েকজন বড় খেলোয়াড়ের নাম আছে। তারা হলেন- সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু ৯ ডিসেম্বর।
বিসিবি একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, মেহেদি হাসান রানা, নাজমুল ইসলাম অপু।