বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নিষিদ্ধ পল্লীর মাফিয়া চরিত্রে প্রিয়াঙ্কা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ পিএম

সোনালী বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিছু দূর এগিয়েছে শুটিংও। অবশ্য নায়িকার এখনকার ব্যস্ততা আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে ও সংসার নিয়ে। এরই মাঝে জানা গেল পছন্দের পরিচালক সঞ্জয়লীলা বানসালির নির্দেশনায় আবারও অভিনয় করতে যাচ্ছেন।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়, সঞ্জয়ের সঙ্গে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে ‘ম্যাডাম অব কামাথিপুরা’ নামে পরিচিতি গাঙ্গুবাই কোঠেওয়ালির জীবনী অবলম্বনে। যদিও কয়েক মাস আগে শোনা গিয়েছিল, সিনেমাটি করছেন না প্রিয়াঙ্কা।

কিন্তু সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, মুম্বাইয়ের নিষিদ্ধ পল্লীর প্রভাবশালী এ নারীর চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন জাতীয় পুরস্কারজয়ী নায়িকা।

গাঙ্গুবাইকে অল্প বয়সে জোরপূর্বক যৌনপল্লীতে নিয়ে আসা হয়। এক সময় তিনি হয়ে উঠেন গ্যাংস্টার। বেশ কিছু পদক্ষেপের কারণে মুম্বাইয়ের যৌনকর্মীদের শ্রদ্ধা অর্জন করেন। যৌনকর্মীদের ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় কাজ করেন তিনি। বিশেষ করে জোরপূর্বক ধরে আনা বালিকাদের রক্ষায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এসব কাহিনী হুসাইন জাইদি বিস্তারিত লেখেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ বইয়ে।  

ধারণা করা হচ্ছে, নতুন ছবিটি প্রিয়াঙ্কার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ পালক হিসেবে যুক্ত হতে যাচ্ছে। এর আগে ভারতীয় বক্সার মেরি কমের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন।

তবে পুরো বিষয়টি নিয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে সঞ্জয়ের পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় অভিনয় করেন প্রিয়াঙ্কা। এছাড়া ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’য় আইটেম গানে পারফর্ম করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত