মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

হোয়াটসঅ্যাপে যে মেসেজে ক্লিক করবেন না

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ পিএম

স্মার্টফোন ব্যবহারকারীদের অডিও, ভিডিও, লিখিত মেসেজ পাঠানোর চমৎকার প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। তবে বিভিন্ন ধরনের প্রতারণামূলক মেসেজ, ফিশিং, ভুয়া খবরের খপ্পরে পড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিরক্ত হতে পারেন।

বিশেষ করে এ অ্যাপের গ্রুপ চ্যাটের মাধ্যমে অনেকে প্রতারণার শিকার হন। অনেক সময় গ্রুপে আসা মেসেজ না বুঝে ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলেন। এতে ব্যবহারকারীর ব্যাংকের তথ্যসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তেমন কিছু সাধারণ মেসেজ যেগুলোতে কখনোই ক্লিক করবেন না-

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিনামূল্যে পণ্য: হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা এ ধরনের মেসেজে লিঙ্ক পাঠিয়ে ক্লিক করার জন্য আহ্বান জানায়। নানা ধরনের লোভনীয় অফার দেওয়া হয়। যেমন, অ্যাডিডাসের ৯৩ বর্ষপূর্তি উপলক্ষে জুতা ফ্রি। এগুলো এক ধরনের ফিশিং। কখনোই এই মেসেজগুলোতে ক্লিক করবেন না।

ভাউচার হোয়াটসঅ্যাপ মেসেজ: আডিডাসের মতোই জারা ফ্যাশন ব্র্যান্ড ফ্রি ভাউচার অফারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রতারণার চেষ্টা চালায়। বার্তা পাঠিয়ে ব্যক্তিগত তথ্য ও যোগাযোগ নম্বর চাওয়া হয়। বিভিন্ন ধরনের মেসেজ পাঠানোর মাধ্যমে টাকা রোজগার করার একটা কৌশল।

ফ্রি লার্জ পিজা মেসেজ: আরেক ধরনের প্রতারণার কৌশল। হাতিয়ে নেওয়া হয় ব্যক্তিগত তথ্য।

বিনামূল্যে সাবস্ক্রিপশন: হোয়াটসঅ্যাপ বিনামূল্যে মেসেজ আদান-প্রদানের মাধ্যম। অথচ মেসেজ পাঠিয়ে বলা হয়, হোয়াইটসঅ্যাপ বিনামূল্যে সাবস্ক্রিপশন দিচ্ছে। এ ধরনের মেসেজ আসলে বুঝতে হবে এটা প্রতারণার ফাঁদ।

ফোন ক্রাশ করার হুমকি: হোয়াটসঅ্যাপে আসা মার্টিনেলি নামক ভিডিও কাখনোই ক্লিক করবেন না। এ ধরনের মেসেজ দেখলেই মুছে দেবেন। এগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়।

হোয়াটসঅ্যাপ কালার পরিবর্তন: আরেক ধরনের বহুল প্রচলিত প্রতারণামূলক মেসেজ ‘চেঞ্জ হোয়াটসঅ্যাপ কালার’। হোয়াটসঅ্যাপে এ ধরনের কোনো অপশন নেই। তাই এ ফাঁদে পা দেবেন না।

গোল্ড সার্ভিস আপডেট: হোয়াটসঅ্যাপ গোল্ড সার্ভিস নামে কিছু নেই। তাই এই ধরনের মেসেজ গ্রহণ করা মানেই প্রতারণায় পা দেওয়া।

ভালো ফিচারের প্রস্তাব: এ ধরনের ভুয়া হোয়াটসঅ্যাপ ভার্সন অফারের ফাঁদে না জড়ানোই ভালো। বহু ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ রয়েছে। তাই কর্তৃপক্ষের অনুমোদিত অ্যাপটিই ডাউনলোড করতে হবে।

লিঙ্কে পাঠানো ছবি ডাউনলোড: উত্ত্যক্তকারী আপনার অবস্থান অনুমান করে হোয়াটসঅ্যাপে ছবি, জিআইএফ ফাইল পাঠাতে পারে। অপরিচিত কোনো ব্যক্তির পাঠানো এসব কনটেন্ট ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত