বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রয়াত বুশের শেষ কথা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪০ এএম

‘আমিও তোমাকে ভালোবাসি’- এই ছিল যুক্তরাষ্ট্রের সদ্যপ্রয়াত সাবেক প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার (এইচ ডব্লিউ) বুশের শেষ উচ্চারণ। টেলিফোনে ছেলে জুনিয়র বুশের উদ্দেশে তিনি এ কথা বলেছিলেন।

সিনিয়র বুশের শেষ মুহূর্তগুলোর ব্যাপারে অবগত একটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সময় অনুসারে গত ৩০ ডিসেম্বর রাতে মৃত্যুর আগে ডালাসের বাড়ি থেকে বাবাকে ফোন করে জুনিয়র বুশ।

এর আগে বাবার প্রতি ছেলে বুশের কণ্ঠেও ছিল আবেগের অভিব্যক্তি- ‘তুমি একজন অসাধারণ বাবা। অনেক ভালোবাসি তোমাকে।’

গত ১৭ এপ্রিল স্ত্রী বারবারা বুশ মারা যাওয়ার পর থেকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয় সিনিয়র বুশকে। তাদের ছেলে রবিন শৈশবেই লিউকেমিয়ায় মারা যায়।

অন্তিম মুহূর্তে সিনিয়র বুশকে জিজ্ঞাসা করা হয়েছিল- হাসপাতালে যেতে চান কি না। তার জবাব ছিল, ‘না’। জানিয়েছিলেন, স্ত্রী বারবারা ও ছেলে রবিনের কাছে যেতে প্রস্তুত তিনি।

কয়েক বছর ধরে পারকিনসন্স রোগ ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বুশ। ৯৪ বছর বছরে হিউস্টনে নিজ বাসভবনে মারা যান এক সময়ের প্রভাবশালী এই রাষ্ট্রনায়ক।

অন্তিম মুহূর্তে তার সঙ্গে ছিলেন, ছেলে নীল বুশ ও তার স্ত্রী মারিয়া, প্রয়াত বুশের ঘনিষ্ঠ বন্ধু সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার এবং নাতি পিয়ার্স বুশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত