দুইবার করে এগিয়ে গিয়েও ম্যাচটিতে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখতে পারেনি পিএসজি। বোর্দোর মাঠে ড্র করে চলতি লিগ ওয়ানে প্রথমবার পয়েন্ট হারিয়েছে প্যারিসের ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতের ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে পিএসজি। নেইমার ও কিলিয়ান এমবাপের গোলে দুই অর্ধে দুইবার এগিয়ে যায় টমাস টুখেলের দল। তবে ধরে রাখতে পারেনি ব্যবধান। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পয়েন্টে ভাগ বসায় বোর্দো।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু হওয়া ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যেতে পারতো পিএসজি। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে রাখতে পারেনি দলটির আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া।
তবে গোল পেতে খুব দেরি হয়নি অতিথি দলের। ডান দিক থেকে ব্রাজিলিয়ান সতীর্থ দানি আলভেসের ক্রস ডান পায়ের শটে জালে জড়ান নেইমার। চলতি লিগে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের এটা একাদশ গোল।
বিরতির ঠিক আগে আরও একটি গোল পেতে পারতো পিএসজি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দি মারিয়ার নেওয়া শটটি ফিরে আসে পোস্টে লেগে।
৫৩তম মিনিটে সমতা ফিরিয়ে বসে বোর্দো। ছোট ডি-বক্সের সামনে সতীর্থের পাস থেকে ডান পায়ের শটে জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রিয়াঁ।
চার মিনিট পরই চোটের শঙ্কায় থাকা নেইমারকে তুলে নেন কোচ টুখেল। দারুণ এক পাল্টা আক্রমণে ৬৬তম মিনিটে ফের এগিয়ে যায় পিএসজি। জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলারের লম্বা পাস পেয়ে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের জোরাল শটে লক্ষ্যে বল পাঠান এমবাপে। চলতি মৌসুমে এটা তার দ্বাদশ গোল।
ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে আবারও সমতা ফেরায় বোর্দো। আন্দ্রেয়াস কর্নেলিউসের হেড থেকে ড্রসূচক গোলটি পায় স্বাগতিক দল।
এই ড্রয়ে অবশ্য লিগের পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি পিএসজির। ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মঁপেলিয়ে। তৃতীয় স্থানে থাকা অলিম্পিক লিওঁনেসের পয়েন্ট ২৮।