মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

উর্দু শিখছেন জাহ্নবী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:১৩ পিএম

প্রথম সিনেমা ‘ধাড়ক’ দিয়ে ভালোই সাড়া পেয়েছেন জাহ্নবী কাপুর। বলিউডের নবাগত এ নায়িকা বর্তমানে ব্যস্ত আছেন উর্দু ভাষা নিয়ে।

করণ জোহরের ঐতিহাসিক কাহিনী নির্ভর তারকাবহুল সিনেমা ‘তখত’ শুটিং ফ্লোরে যাবে শিগগিরই। ওই সিনেমায় উর্দু জবানে অভিনয় করবেন প্রয়াত শ্রীদেবীর মেয়ে।

মুঘল শাসনামলের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ‘তখত’। জাহ্নবীর চরিত্রের নাম জায়নাবাদী মহল ওরফে হিরা বাঈ।

‘তখত’ সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যম মিড ডে’কে জানায়, চার মাস ধরে একজন ভাষা প্রশিক্ষকের কাছে তালিম নিচ্ছেন জাহ্নবী। শব্দ ও যথাযথ উচ্চারণ আয়ত্বে আনার চেষ্টা করছেন তিনি।

শুধু ভাষা নিয়ে ব্যস্ত নন জাহ্নবী, পাশাপাশি ইতিহাসের বেশ কিছু বইও পড়ছেন। এর মধ্যে আছে বিখ্যাত দুটি বই- আওরঙ্গজেব : দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ এবং স্টোরিয়া ডে মগর।

সিনেমাটিতে উঠে আসবে তাজমহল নির্মাতা সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যকার ক্ষমতা নিয়ে লড়াইয়ের গল্প।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর, রণবীর সিং, কারিনা কাপুর খান, ভিকি কৌশল ও আলিয়া ভাট। দারাশিকো চরিত্রে অভিনয় করবেন রণবীর ও আওরঙ্গজেব হচ্ছেন ভিকি কৌশল।

এছাড়া সম্রাট শাহজাহানের চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে। তার মেয়ে জাহানারা বেগম হবেন কারিনা। দারাশিকোর স্ত্রী নাদিরা বানু বেগমের চরিত্রে আলিয়া ভাট ও আওরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু হবেন ভূমি পেডনেকার।

‘তখত’ মুক্তি পাবে ২০২০ সালে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত