মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

অবৈধ ঘোষিত মনোনয়নপত্র

ইসিতে আপিল নিষ্পত্তি ৬-৮ ডিসেম্বর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:১১ পিএম

অবৈধ ঘোষিত মনোনয়নপত্র নিয়ে যেসব আপিল করা হচ্ছে তা আগামী ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। 

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি আরো জানান, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র অবৈধ ঘোষিত প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। নির্দিষ্ট সময় শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন, ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ৭৮৬ জনের  প্রার্থিতা বাতিল হয়েছে নানা কারণে।

বাদ পড়া প্রার্থীদের অধিকাংশই বিএনপির প্রার্থী। এদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন। এরইমধ্যে ইসিতে আপিল করা শুরু করেছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর ভোট ৩০ ডিসেম্বর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত