বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লড়াই শেষ হয়নি সোনালির

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ পিএম

ক্যান্সারের চিকিৎসা থেকে সাময়িক বিরতি নিয়ে সম্প্রতি নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরেছেন সোনালি বেন্দ্রে। পরিবার, আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধুদের দেখে আবেগতাড়িত হয়ে পড়েন এ বলিউড অভিনেত্রী। জানালেন, তার লড়াই এখনো শেষ হয়নি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ে সোনালীর সঙ্গে এসেছেন তার স্বামী চিত্রপরিচালক গোল্ডি বহেল। চিকিৎসার কারণে মাথা কামিয়েছিলেন অভিনেত্রী। সেভাবেই বিমানবন্দরে দেখা গেল তাকে, পরনে ছিল কালো পোশাক।

‘সারফারোশ’-খ্যাত সোনালি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘‘লড়াই এখনো শেষ হয়নি। কিন্তু এই সুখের বিরতি পেয়ে ভালো লাগছে।… আমার দিকে অনেকেই অদ্ভুত চোখে তাকাচ্ছে। কিন্তু এটাই আমি। আমার তো ভালো লাগছে।’’

সোনালির ঘনিষ্ঠ একজন বলেন, ‘‘খুব সাহসের সঙ্গে যুদ্ধটা চালিয়ে গিয়েছেন সোনালি। ডাক্তার তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু বন্ধুবান্ধব আর পরিবারকে মিস করছিলেন বলেই দেশে ফিরে এসেছেন তিনি।’’

তবে নিজের পাল্টে যাওয়া চেহারা নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী সোনালি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ছবি ও ক্যাপশন দিয়ে তা জানিয়েছেনও। সোনালির ভাষ্যে, ‘‘যেটা তোমাকে ভালো রাখবে, খুশি করবে সেটা করাই ভালো। এমনকি একটা উইগ পরা, উজ্জ্বল লিপস্টিক লাগানো বা হাইহিল পরাও আনন্দের হতে পারে।’’

নিউইয়র্কে সোনালিকে দেখতে গিয়েছিলেন সুজান খান, গায়ত্রী জোশী, অনুপম খের, দিয়া মির্জার মতো তারকারা। মুম্বাইতেও নায়িকার বাড়িতে বহু তারকা দেখা করতে যেতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত