মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দুঃখভারাক্রান্ত বুশের কুকুর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০১ এএম

সদ্যপ্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (সিনিয়র) কফিনের পাশে শুয়ে থাকতে দেখা গেছে দুঃখভারাক্রান্ত একটি কুকুরকে। এটি তার পোষা কুকুর ‘‌সালি’। প্রয়াত বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ টুইটারে সোনালি রঙের ল্যাব্রাডোর জাতের কুকুরটির ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, সালি বুশের কফিনের সামনে শুয়ে আছে।

ছবির ক্যাপশনে ম্যাকগ্রাথ লিখেছেন ‘মিশন কমপ্লিট’। যদিও সালির কাজ এখনো শেষ হয়নি। বুধবার প্রেসিডেন্ট বুশের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবে সেও। বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত একচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শুক্রবার ৯৪ বছর বছরে হিউস্টনে নিজ বাসভবনে মারা যান এক সময়ের প্রভাবশালী এই রাষ্ট্রনায়ক।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, কুকুরটির নামকরণ করা হয় মার্কিন বিমান সংস্থার পাইলট চেসলে 'সালি' সুলেনবার্গার এর নামানুসারে। তিনি ২০০৯ সালে হাডসন নদীতে যাত্রীবাহী একটি বিমান নিরাপদে অবতরণ করিয়ে ১৫৫ জন আরোহীর জীবন রক্ষা করেছিলেন।

দুই বছর বয়সী ল্যাব্রাডোর জাতের কুকুর সালিকে এই বছরের শুরুতে সাহায্যকারী কুকুর হিসেবে জর্জ বুশ সিনিয়রের সেবায় নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, একবছর ধরে বুশ হুইল চেয়ারে চলাফেরা করেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সালি ফোন রিসিভ করা এবং বিভিন্ন জিনিস এনে দেওয়ার পাশাপাশি আরো বেশকিছু নির্দেশ পালন করতে পারে।

বিবিসি জানায়, সামনে আহত সৈনিকদের থেরাপিতে সাহায্যকারী হিসেবে সালিকে নিয়োগ দেওয়া হবে। সালির নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, গত মাসে মার্কিন প্রেসিডেন্টশিয়াল মিড-টার্মে ভোটদানরত বুশ সিনিয়রের সঙ্গে রয়েছে সে।

জর্জ ডব্লিউ বুশের (জুনিয়র) একটি স্কটিশ টেরিয়ার কুকুর ছিল, যার নাম বার্নি বুশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত