মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চার বছরের শিশু বাঁচাল মাকে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৫ এএম

ব্রিটেনে চার বছরের শিশু কেইটলিন রাইট জরুরি নাম্বারে ফোন করে অসুস্থ মাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়ে তুমুল প্রশংসিত হয়েছে। গত মাসের শুরুর দিকে যুক্তরাজ্যের ডোরসেট অঞ্চলের ছোট গ্রাম আসকার্সওয়েলে এই ঘটনা ঘটে।

বিবিসি বাংলার খবরে জানা যায়, ঘটনার দিন মা শার্লিন রাইটের সঙ্গে শুধু কেইটলিন রাইটই বাসায় ছিলেন। হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন শার্লিন। এ অবস্থায় চার বছরের মেয়েটি ঘাবড়ে যায়নি। ৯৯৯ নম্বরে কল করে অ্যাম্বুলেন্স ডাকে। ভাঙা ভাঙা ভাষায় বলে, ‘আমার মা অজ্ঞান হয়ে পড়েছে এবং তার চিকিৎসা প্রয়োজন।’

কেইটলির ফোন পেয়ে প্যারামেডিক্সরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শার্লিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এত ছোট বয়সে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় কেইটলিনের প্রশংসা এখন স্থানীয়দের মুখে মুখে। সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস- সোয়াস কর্তৃপক্ষ জানান, ‘এতটুকু বয়সে এই মেয়েটি যে বিজ্ঞতার পরিচয় দিয়েছে, তা তুলনাহীন। সে যেভাবে ফোনের অপর-প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তার মায়ের অবস্থা ব্যাখ্যা করেছে সেটা আশ্চর্য হওয়ার মতোই।’

এ ঘটনার পর মা শার্লিন তার মেয়েকে ‘লিটল গার্ডিয়ান’ বা পিচ্চি অভিভাবক হিসেবে আখ্যা দিয়েছেন।

সেদিনের ঘটনা স্মরণ করে শার্লিন বলেন, ‘সেই দিনটার কথা আমার এতটুকুই মনে আছে যে, কেইটলিনের বাবা কেইটলিনকে বাসায় নিয়ে এসেছেন আর আমার কাছে জানতে চেয়েছেন বাজার করার প্রয়োজন আছে কিনা। তারপর কেইটলিনের বাবা চলে গেলেন। পরে দেখি একজন প্যারামেডিক আমার দিকে তাকিয়ে আছেন।’

তিনি আরও বলেন, ‘সেদিন যদি কেইটলিন এমনটা না করতো, তাহলে তো আমাদের আজকে এভাবে একসঙ্গে বসে থাকা সম্ভব হতো না।’

কেইটলিনের এমন কাজের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে প্রশংসা করেছে সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস কর্তৃপক্ষ। ব্রিস্টলের বাছে সোয়াসের ৯৯৯ কন্ট্রোল সেন্টার ঘুরে দেখার সুযোগ পায় চার বছরের কেইটলিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত