সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যু এবং ক্লোনিংয়ের গুজব উড়িয়ে দিয়ে মুখ খুললেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। রোববার পোলান্ডে এক সম্মেলনে তিনি বলেন, “বিশ্বাস করুন, এটাই আসল আমি। শিগগির ৭৬তম জন্মদিন পালন করব এবং আমি এখনো যথেষ্ট সক্ষম।”
গত বছর অজ্ঞাত রোগের চিকিৎসায় পাঁচ মাস যুক্তরাজ্যে কাটানোর পরিপ্রেক্ষিতে গুজব ওঠে, মুহাম্মাদ বুহারি মারা গেছেন। ক্লোনিংয়ের মাধ্যমে জুবরিল নামে একই রকম দেখতে এক সুদানিকে তার রূপ দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কোনো তথ্যপ্রমাণ না থাকলেও এ সংক্রান্ত নানা ভিডিও ইউটিউব ও ফেসবুকে হাজার হাজার বার দেখা হয়েছে।
গুজবের জবাব দিতে গিয়ে নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধান বলেন, “অনেক মানুষ চেয়েছে অসুস্থতায় আমি মারা যাই। অনেকে ভাইস প্রেসিডেন্টের কাছে গিয়ে তার ডেপুটি হতে চেয়েছে। তারা ধরেই নিয়েছে আমি আর নেই। যারা এমন গুজব ছড়ায় তারা মূর্খ এবং অধার্মিক।”
সামরিক কর্মকর্তা থেকে রাজনীতিক বনে যাওয়া বুহারি আগামী ১৭ ডিসেম্বর নিজের ৭৬তম জন্মদিন উদযাপন করবেন। আগামী ফেব্রুয়ারি মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা। প্রেসিডেন্ট হতে আবারো লড়বেন তিনি।
বুহারিকে নিয়েই প্রথম নয়, এর আগে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিজের ক্লোন তৈরিতে বিজ্ঞানী নিযুক্ত করেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল। ১৯৯৭ সালে বাগদাদ থেকে লন্ডনে আশ্রয় নেওয়া এক চিকিৎসক এ দাবি করেছিলেন।