বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রিয়ালেই অবসর নিতে চান মদ্রিচ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০১:৩২ পিএম

রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারের বাকি সময়টা কাটিয়ে দিকে চান ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনের মেসির আধিপত্য ভেঙে ব্যালন ডি’অর জেতা লুকা মদ্রিচ।

প্যারিসে সোমবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ী হিসেবে মদ্রিদের নাম ঘোষণা করা হয়। এতে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারে মেসি-রোনালদোর এক দশকের আধিপত্যে ছেদ ঘটল। গত ১০ বছরে পাঁচবার করে পুরস্কারটি জিতেন সময়ের অন্যতম সেরা এই দুই ফরোয়ার্ড।

বেশ কিছু দিন ধরে গুঞ্জন, রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাড়ি জমাতে পারেন মদ্রিচ। সেই সম্ভাবনা এবার কমে গেল বৈকি। ব্যালন ডি’অর জেতার পরই নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার জানিয়েছেন, রিয়ালেই অবসর নিতে চান তিনি।

“এই ক্লাব আমার প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছে। রিয়াল মাদ্রিদেই আমি অবসর নিতে চাই। আমার পরিবার এটা উপভোগ করে। বিশাল এই ক্লাবটাকে আমি আরও বেশি উপভোগ করতে চাই।”

২০১৮ সালটা দারুণ কাটিয়েছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে এবং ক্রোয়েশিয়াকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তুলতে রাখেন বড় অবদান। বিশ্বকাপ জিততে না পারলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নেন তিনি।

ব্যালন ডি’অর জিতে বছর জুড়ে অসাধারণ পারফরম্যান্সের চূড়ান্ত সাফল্যই পেলেন মদ্রিচ। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ে সঙ্গে এই পুরস্কারের ভোটের লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন রোনালদো, পঞ্চম মেসি।

গত অগাস্টে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডেও পুরস্কৃত হন মদ্রিচ। রোনালদো ও লিভারপুল তারকা মোহামেদ সালাহকে পেছনে ফেলে জিতে নেন বিশ্বের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। জিতেন উয়েফার মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বিশ্বকাপের খুব কাছে গিয়েও শিরোপা জিততে না পারার হতাশায় এখনও পুড়ছেন  মদ্রিচ। ব্যালন ডি’অরসহ ব্যক্তিগত সকল অর্জনের বিনিময়ে হলেও বিশ্বকাপ চান তিনি।

“ক্রোয়েশিয়ার মতো ছোট দেশের হয়ে বিশ্বকাপে আমরা যে সাফল্য অর্জন করেছি তা দারুণ কিছু। তবে আমি আপনাদের বলতে চাই, বিশ্বকাপের বদলে আমি আমার সকল অর্জন ছেড়ে দিতে চাই। যদিও এটা হওয়ার নয়।”

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত