মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মেসি-রোনালদোর আধিপত্য ভাঙা ‘ফুটবলের বিজয়’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪১ পিএম

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর এক দশকের আধিপত্য ভেঙে ব্যালন ডি’অর জেতাটাকে ফুটবলের বিজয় হিসেবে দেখছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

প্যারিসে সোমবার ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের বিজয়ী হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়। ভোটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার অধিনায়ক মেসি-রোনালদোর পাশাপাশি পেছনে ফেলেছেন অঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপেকেও।

গত দশ বছর ব্যক্তিগত পর্যায়ে লোভনীয় এই পুরস্কারে আধিপত্য ছিল সময়ের অন্যতম সেরা দুই ফরোয়ার্ড মেসি ও রোনালদোর। এই সময়ে পাঁচ করে পুরস্কারটি জিতেন তারা। সেই রাজত্বে আঘাত হানলেন মদ্রিচ, যিনি দারুণ পারফরম্যান্সে রাঙিয়েছেন ২০১৮ সাল।

রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় অবদান ছিল তার। তার নৈপুণ্যেই রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। নৈপুণ্যের পুরস্কার হিসেবে এ বছর বর্ষসেরার সবকটি পুরস্কারই ঘরে তুললেন মদ্রিচ।

গত অগাস্টে রোনালদো ও মোহামেদ সালাহকে হারিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। পরের মাসে দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডে এই দুজনকে পেছনে ফেলে নির্বাচিত হন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’। ব্যালন ডি’অর জিতে বছর জুড়ে অসাধারণ পারফরম্যান্সের চূড়ান্ত সাফল্যই পেলেন মদ্রিচ।

ব্যালন ডি’অরে মেসি-রোনালদোর আধিপত্য ভাঙা প্রসঙ্গে সাংবাদিকদের মদ্রিচ বলেন, “এটা ফুটবলের বিজয়। এই দুইজন (মেসি-রোনালদো) গত ১০ বছর অনেকটা অসাধারণ পর্যায়ে ছিল।”

“অতীতে হয়তো এমন কিছু খেলোয়াড় ছিল যারা ব্যালন ডি’অর জিততে পারতো; যেমন: জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ভেসলি স্নেইডার। কিন্তু সেটা হয়নি।”

“আমি জানি না, শেষ পর্যন্ত মানুষজন ভিন্ন কিছু চেয়েছিল কি-না। আমি মনে করি, আজকের রাতটা ফুটবলের জন্য একটা বিজয়ের রাত। এটা জিততে পেরে আমি খুশি। তবে এই পুরস্কার তাদেরও যারা সম্ভবত এটা জয়ের যোগ্য হয়েও জিততে পারেনি।”

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত