বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ক্রিকেট তারকা উসমান খাজার ভাই গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৩ পিএম

অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা উসমান খাজার ভাই আরসালান খাজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কর্মস্থলে এক প্রতিদ্বন্দ্বীকে ভুয়া সন্ত্রাসী হামলার ফাঁদে ফেলার অভিযোগ করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৩৯ বছর বয়সী আরসালান খাজার বিরুদ্ধে জালিয়াতি ও বিচারকে বিপথগামী করার চেষ্টার অভিযোগ আনা হবে।

গত আগস্টে সিডনি বসবাসকারী এক শ্রীলঙ্কান শিক্ষার্থীর বিরুদ্ধে নোটবুকে করা অস্ট্রেলিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনে পুলিশ। মোহামেদ কামের নিজামদীন নামের ওই শীক্ষার্থী মুক্তি পাওয়ার আগে এক মাসের জন্য পুলিশ হেফাজতে আটক ছিল।

পচিশ বছর বয়সী ওই পিএইচডি শিক্ষার্থী ছাড়া পাওয়ার পর, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়ালসে কর্মস্থলে প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেন।

গত মঙ্গলবার পুলিশ জানায়, আরসালান খাজার করা নিখুঁত পরিকল্পনায় নিজামদীন ফেঁসে যান। খাজা ও নিজামদীন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে কাজ করতেন। পুলিশ জানায়, একজন নারীকে নিয়ে নিজামদীনের ওপর খাজার ব্যক্তিগত ক্ষোভ ছিল।

নিজামদীনের বিরুদ্ধে নোটবুকে হামলার ছক কষার অভিযোগ করেছিল পুলিশ।  হামলার ছকে যেসব নাম ছিল তার মধ্যে সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও সিডনি অপেরা হাউসের মতো স্থাপনা অন্যতম। সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এক মাস কারাগারের থাকতে বাধ্য হয়েছিলেন নিজামদীন। কিন্তু নোটবুকের লেখার সঙ্গে হাতের লেখার কোনো সম্পর্ক পুলিশ প্রমাণ করতে না পারায় অক্টোবরে তিনি মুক্তি পান।

নভেম্বরে ওই নোটবুকের বিষয়ে আরসালান খাজাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার সিডনির শহরতলী থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীলঙ্কায় ফিরে যাওয়া নাজিমদীন, ভুল করে তাকে আটক রাখার দায়ে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন।

এদিকে নাজিমদীনের কাছে মঙ্গলবার ‘দুঃখ’প্রকাশ করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত