মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভিকারুননিসায় ছাত্রী-অভিভাবকদের বিক্ষোভ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:০৬ এএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেছেন ছাত্রী অভিভাবকরা। সোমবার একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার পরদিন তারা অধ্যক্ষের পদত্যাগসহ দুইদিনের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

অরিত্রী অধিকারীর পরিবার জানায়, পরীক্ষা চলাকালে অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। এ জন্য অরিত্রী নকল করেছে বলে তাকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। এসময় অরিত্রীকে টিসি (স্কুল থেকে দেওয়া ছাড়পত্র) দিয়ে দেবে বলে কর্তৃপক্ষ জানায়।

পরিবার সূত্র আরো জানায়, এ ঘটনার  পরপর সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর নিজ বাসায় চলে যায় অরিত্রী। বাবা-মা ফিরে এসে তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বিক্ষোভ চলাকালে ছাত্রী ও অভিভাবকরা জানায়, কর্তৃপক্ষ যে ‌‘রূঢ়’ আচরণ করে থাকে তা অরিত্রীর মৃত্যুর ঘটনায় সামনে চলে এসেছে। বিভিন্ন সময় এ বিষয়ে বিদ্যালয়ের গভর্নিং বডির কাছে অভিযোগ করার পরও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের।

এসময় তারা ফেস্টুনে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায় ও স্লোগান দেয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্কুলে গেলে ছাত্রীরা তাদের ক্ষোভের কথা জানায়। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে মন্ত্রীর এ আশ্বাস মেনে নিতে চাননি বিক্ষুব্ধরা। অভিভাবকরা বলেন, অধক্ষ্যকে পদত্যাগ করতে হবে। এরপর তদন্ত কমিটি তাদের কাজ করবে। আগামী দু’দিনের মধ্যে দোষিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে।

শাস্তি না হওয়া পর্যন্ত চলতি বার্ষিক পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঘটনার তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজির আহমদ। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্কুলটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, স্কুলের আজকের পরীক্ষা স্থগিত করা হয়নি। শিক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারে। না দিলে পরীক্ষাটি পরে নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত