মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকা থেকে জোরারগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তারা কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল। গ্রেফতাররা দুই ব্যক্তি মো. সোলায়মান (৩৫) ও মো. রাসেল (২৭)। সোমবার রাত প্রায় সাড়ে নয়টায় বারইয়ারহাট উত্তর পৌরবাজারের ইউটার্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ঢাকার বাড্ডা থানার চান্দের টেক এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। তাদের বহনকারী হায়েস মাইক্রেবাসটিও জব্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী জানান, গোপন সংবাদের ভিক্তিতে এসআই মাহফুজের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঢাকামুখী একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় কালো রংয়ের জিপারযুক্ত চশমার প্যাকেটের ভিতর থেকে দুই হাজার পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।