বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাহরেজ নৈপুণ্যে সিটির জয়

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১১:০৭ এএম

সতীর্থকে দিয়ে গোল করালেন, নিজেও করলেন। রিয়াদ মাহরেজের অসাধারণ নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান সুদৃঢ় করেছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে হওয়া ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় পেপ গুয়ার্দিওলার দল। প্রথমার্ধের শেষ দিকে লেরয় সানের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। শেষ দিকে ব্যবধান কমানো গোল পায় ওয়াটফোর্ড।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সিটি। তবে গোল পেতে লেগে যায় অনেকটা সময়। ৪০তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মাহরাজের ক্রস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে বুক দিয়ে বল জালে জড়ান জার্মান উইঙ্গার সানে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার নিজে গোল করেন মাহরেজ। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের কাটব্যাক ফাঁকায় পেয়ে ১৫ গজ দূর থেকে নিচু শটে জালে পাঠান আলজেরিয়ান এই উইঙ্গার।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে একটি গোল শোধ করে ম্যাচ জমিয়ে তুলে ওয়াটফোর্ড। গোলমুখে বল পেয়ে বেশ কয়েকবারের চেষ্টায় জালের দেখা পান দলটির ফরাসি মিডফিল্ডার আবদুলাই দুকুরে। বাকি সময়ে আর কোনো গোল না পাওয়ায় পরাজয় এড়াতে পারেনি পয়েন্ট টেবিলের নিচের সারির দলটি।

এই নিয়ে লিগে টানা সপ্তম জয় পেল সিটি। চলতি লিগে অপরাজিত থাকার ধারাও ধরে রাখল গত আসরের চ্যাম্পিয়নরা। ১৫ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট সর্বোচ্চ ৪১।

৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত