এবারের ব্যালন ডি’অরের ভোটে বার্সেলোনা তারকা লিওনেল মেসির পঞ্চম হওয়াটাকে মেনে দিতে পারছেন না দলটির কোচ এরনেস্তো ভালভেরদে। বিষয়টা অযৌক্তিক ঠেকছে তার।
এক দশক ধরে ব্যালন ডি’অরে আধিপত্য ছিল মেসি ও ব্যক্তিগত পর্যায়ে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর। এই সময়ে পাঁচবার করে পুরস্কারটি জিতেন এই দুই তারকা ফরোয়ার্ড। তাদের ১০ বছরের আধিপত্য ভেঙে গত সোমবার এবারের ব্যালন ডি’অর জিতে নেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ।
এই লড়াইয়ে দ্বিতীয় হন কিছু দিন আগে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে নাম লেখানো রোনালদো। ২০০৬ সালের পর এই প্রথম পুরস্কারটির ভোটের লড়াইয়ে শীর্ষ তিনের বাইরে স্থান হলো মেসির। তার উপরে জায়গা পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ও পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের।
শিষ্য মেসির পঞ্চম হওয়ার কারণটা ঠিক বুঝে উঠতে পারছেন না ভালভেরদে। এ ব্যাপারে বার্সেলোনা কোচ বলেন, “পুরস্কারটি দেওয়ার কাজ যথাযথভাবে হয়েছে কি-না এ নিয়ে আমি কিছু বলব না। আমি মনে করি, মানুষজনের ভোটেই এটা হয়েছে। প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। তবে আমাদের কাছে বিষয়টা (মেসির পঞ্চম হওয়া) অযৌক্তিক।”
“মদ্রিচ এটা জেতায় আমরা তাকে অভিনন্দন জানাই।”