বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

২৫ বছরের বন্ধুত্ব

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০৩:০৪ পিএম

আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমার জন্য আবারও একসঙ্গে শুটিং করছেন সালমান খান ও টাবু। অভিনেত্রী জানালেন, তাদের সম্পর্ক বরাবরই ভালো। সময়ের পরিবর্তন বন্ধুত্বে ছাপ রেখে যায়নি।

এর আগে সালমান ও টাবুকে একসঙ্গে দেখা যায় জয় হো, হাম সাথ সাথ হ্যায়, বিবি নাম্বার ওয়ান ও জিত চলচ্চিত্রে। তবে এসব সিনেমায় তারা জুটি হিসেবে অভিনয় করেননি।

টাবু জানান, সালমানের সঙ্গে তার সম্পর্ক ২৫ বছরের, তারা একদম পরিবারের লোকের মতো। তাদের সম্পর্কে সময়ের আঁচ পড়েনি, যদিও অনেক বিষয়ে পরিবর্তন হয়েছে- বয়স বেড়েছে, আরও পরিপক্ক হয়েছেন।

আরও জানান, অনেক দিন পর দেখা হলেও পরস্পরের প্রতি তাদের অনুভূতি আগের মতোই রয়েছে।

টাবুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আন্ধাধুন’ বক্স অফিসে সফলতা লাভ করেছে। এ গল্পে রহস্য, থ্রিলার, রোমান্স ও কমেডির দুর্লভ সংমিশ্রণ দেয়া যায়।

তবে ‘ভারত’-এর প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। নিজের প্রসঙ্গে টাবু জানান, সবসময় চরিত্রের গুরুত্ব দেখেন। যদি মনে করেন চরিত্রটি গল্পে নিজস্বতা নিয়ে দাঁড়িয়ে আছে তবে হ্যাঁ বলেন। পাশাপাশি পরিচালকের প্রতি আস্থার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেত্রীকে রোমান্স, কমেডি, পারিবারিক ও অ্যাকশনসহ নানান ঘরানার সিনেমায় দেখা গেছে। হিন্দির পাশাপাশি অভিনয় করেছেন তেলুগু, তামিল ও মালায়লাম ভাষার সিনেমায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত