মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কবিগুরুর অল্পশ্রুত গানে জোড়া অ্যালবাম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫২ পিএম

জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে ড. মমতাজ মমতার দুই অ্যালবাম ‘অনন্ত আনন্দধারা’ ও ‘চোখের আলোয়’। এতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অল্পশ্রুত কিছু গান।

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার বিকেলে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

জোড়া অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে ড. মমতাজ মমতা বলেন, “দুই অ্যালবামের অধিকাংশ গানই অল্পশ্রুত। অনেকদিন থেকেই আমার প্রচণ্ড ইচ্ছা ছিল কবিগুরুর অল্পশ্রুত গানগুলো নিয়ে বিশেষভাবে কিছু করার। কেননা, সবাই যদি জনপ্রিয় গানগুলোই গাইতে থাকেন তাহলে অন্য গানগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। তেমনি মনোভাবনা থেকেই দুই অ্যালবামের গানগুলো করেছি।”

শিল্পী আরও বলেন, “একসঙ্গে দুটি অ্যালবাম করতে গিয়ে বেশ কষ্ট পোহাতে হয়েছে ঠিকই কিন্তু কাজটি করতে পেরে অনেক আনন্দ লাগছে। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”

দশটি করে মোট বিশটি গানে সাজানো হয়েছে অ্যালবাম দুটি। ‘চোখের আলোয়’ অ্যালবামে স্থান পাওয়া গান হলো - কে গো অন্তরতর সে, আমার মুক্তি আলোয় আলোয়, যদি এ আমার হৃদয় দুয়ার, আমার ভাঙ্গা পথের রাঙা ধুলায়, আজি ওই আকাশ পরে, কেন সারাদিন ধীরে ধীরে, তুমি কোন কাননের ফুল, চোখের আলোয় দেখেছিলেম, নব আনন্দে জাগো এবং বিপুল তরঙ্গ রে।

‘অনন্ত আনন্দধারা’ অ্যালবামে রয়েছে- আজি এ আনন্দসন্ধ্যা, প্রথম আদি তব শক্তি, অমৃতের সাগরে আমি যাব, মোরে বারে বারে ফিরালে, তোমা লাগি নাথ, তব প্রেমসুধা রসে, জাগে নাথ- জোছনা রাতে, সুখীহীন নিশিদিন পরাধীন হয়ে, নূতন প্রাণ দাও এবং বহে নিরন্তর অনন্ত আনন্দধারা।

অ্যালবাম দুটিতে সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টপাধ্যায়। যন্ত্রানুষঙ্গে ছিলেন রাহুল চ্যাটার্জি, বুবাই নন্দী, ইন্দ্রনীল চ্যাটার্জি, জয় নন্দী, গৌতম সোম, সঞ্জীবন আচার্য্য ভাষ্কর রায়, প্রত্যুষ ব্যানার্জি ও দূর্বাদল চট্টপাধ্যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত