মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

স্বচ্ছ নির্বাচন করতে চাই: মাহবুব

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৭ পিএম

নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছ নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী তদন্ত কমিটির সদস্যদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা কালো নয়, স্বচ্ছ নির্বাচন করতে চাই। আমরা ভাগ্যাবান যে, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে যাচ্ছি। অংশগ্রহণমূলক নির্বাচন সাধারণত প্রতিদ্বদিন্দ্বতামূলক হয়। কমিশন ও সবার সম্মিলিত প্রচেষ্টায় সোনালী ইতিহাস রচিত হতে যাচ্ছে।’

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে বিশদ ধারণা নিতে প্রশিক্ষণে অংশ নেন ২৪৪ বিচারক। নির্বাচনী তদন্ত কমিটির প্রশিক্ষণ শেষে ১০-১১ ডিসেম্বর ৬৪০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচনী তদন্ত কমিটির সদস্যদের উদ্দেশে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সবার প্রতি সমআচরণ করতে হবে। কঠোর শাস্তির ব্যবস্থা নিতে গেলে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ সাজার বিষয়ে আইনি মূল্যবোধকে প্রাধান্য দিয়ে বিবেচনায় রাখতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়।’

আরেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা একটি আইনানুগ নির্বাচন করতে চাই। নির্বাচনী তদন্ত কমিটির সদস্যদের সক্রিয়তা কাজটি সহজ করে দেবে।’

ইসি কবিতা খানম বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু ও আস্থার পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন শুধু নয়, নির্বাচনী তদন্ত কমিটির সদস্যদেরও ভূমিকা রাখতে হবে।’

কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচন বৈচিত্রপূর্ণ। সংসদ বহাল রেখে, সরকার অপরিবর্তনীয় আছে- এমন অবস্থায় নির্বাচন হতে যাচ্ছে। যেহেতু এ নির্বাচন সব দলের অংশগ্রহণে, তাই আগের যেকোনো সময়ের চেয়ে আইনের বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে।’

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে। ওইদিন থেকে তদন্ত কমিটির সদস্যদের আরো সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত