বিএনপি না থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে বলে জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপি সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে। এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনো মিডিয়াতে এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে, কারও জন্য আটকে থাকবে না।’
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন কমিশন সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘তারা লন্ডন থেকে নির্বাচন বানচালের নীল নকশা করছে। আমাদের কোনো নীল নকশা নেই। আমাদের নীল নকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।
সরকার মানুষ খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রাস্তায় নামবে- নাগরিক ঐক্যের আহ্বায়কের এমন বক্তব্যের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘অপেক্ষা করুন। ৩০ তারিখ বাংলার মানুষের রায়ে ভোট বিপ্লব হবে, তখন বুঝতে পারবেন আপনার ধারণা কত অবাস্তব।’
আন্দোলনের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানুষ না থাকলে আন্দোলন হয় না। মানুষের সাড়া নেই বলে এই ১০ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগের জাবাবে তিনি বলেন, এই মুহূর্তে ঢাকা শহরে কোথায় পরিবেশ অসুস্থ? যেটুকু অসুস্থ হয়েছে সেটা নয়াপল্টনে তারা করেছে। আমাদের তরফ থেকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে না।