মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রার্থিতা ফিরে পেতে চান ৫৪৩ জন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৪২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮৬ মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে ৫৪৩ জন আপিল করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রেস ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, নির্ধারিত তিন দিনের প্রথম দিনে ৮৪, দ্বিতীয় দিনে ২৩৭ ও তৃতীয় দিনে ২২২ জন আবেদন করেছেন। বৃহস্পতিবার ১ থেকে ১৬০, ৭ ডিসেম্বর ১৬১ থেকে ৩১০ এবং ৮ ডিসেম্বর ৩১১ থেকে ৫৪৩ নং পর্যন্ত অভিযোগকারীর আবেদনের শুনানি হবে।

তিনি জানান, নির্বাচন ভবনের ১০ তলায় এজলাস তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার সেখানে উপস্থিত থাকবেন। শুনানি শেষে রায় জানিয়ে দেওয়া হবে।

এরপর যদি কোনো ব্যক্তি উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেওয়া হবে বলেও জানান সচিব।

বিকালে বিএনপির প্রতিনিধিদল আপিলের নিষ্পত্তি তিন দিন থেকে কমিয়ে দুই দিন করার জন্য ইসিতে যায়। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত কী এমন প্রশ্নে সচিব বলেন, আমরা তাদের বুঝিয়ে বলেছি অনেক ব্যক্তি যার ফলে আমরা সময় কমাতে পারছি না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত