বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা হয়েছে। তিন আসনে তার পক্ষে আইনজীবীরা বুধবার দুপুরে আপিল করেন।
ফেনী-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, বগুড়া-৬ এ ব্যারিস্টার নওশাদ জমির ও বগুড়া-৭ এ অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের আবেদন জমা দেন।
এ সময় বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল অভিযোগ করেন, রিটার্নিং অফিসার আইনবহির্ভূতভাবে খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র বাতিল করেছেন। এটা সরকারের ষড়যন্ত্রের অংশ।
আপিলে সমাধান না পেলে খালেদার আইনজীবীদের পদক্ষেপ কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইসির প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।’ আইন যদি নিজস্ব গতিতে চলে এবং ইসি সঠিকভাবে সিদ্ধান্ত দেয়- তাহলে খালেদা জিয়ার পক্ষে রায় আসবে।
কায়সার কামাল বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে প্রহসনের।’
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে খালেদা কারাগারে আছেন। এ মামলায় আপিলে হাইকোর্ট শাস্তি বাড়িয়ে ১০ বছর করেন। ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ৭ বছরের কারাদণ্ড দেন আদালত।
কারাবন্দি খালেদা তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে সব আসনেই রিটার্নিং অফিসাররা তার মনোনয়নপত্র বাতিল করেন।