সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বার্সার জয়ে দেনিস সুয়ারেসের জোড়া গোল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ পিএম

ছিলেন না লিওনেল মেসি, জেরার্দ পিকে ও লুইস সুয়ারেস। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অভাবটা টেরই পেল না বার্সেলোনা। দেনিস সুয়ারেজের নৈপুণ্যে কুলতুরাল লেওনেসার বিপক্ষে বিশাল এক জয় পেয়েছে তারা। নিশ্চিত করেছে কোপা দেল রের শেষ ষোলো।

কাম্প নউয়ে বুধবার রাতে কোপা দেল রের সেরা-৩২ রাউন্ডের ফিরতে লিগে তৃতীয় সারির দলটিকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগে ৫-১ গোলে এগিয়ে প্রতিযোগিতাটির শেষ ষোলো নিশ্চিত করে গত চার আসরের চ্যাম্পিয়নরা।

নিজেদের মাঠে অষ্টাদশ মিনিটে মুনির এল হাদ্দাদির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দেনিস। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে দলকে তৃতীয় গোল এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সেলোনা। ৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে অতিথি দলটির কফিনে শেষ পেরেক ঠুকেন দেনিস।

এর আগে লেওনেসার মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।

ম্যাচটির শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় মালকম। ক্লাবটির চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হলো। চোট পেয়ে এরই মধ্যে ছিটকে গেছেন লুইস সুয়ারেস, সামুয়েল উমতিতি ও সের্হিও রবের্তো।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত