হঠাৎ করেই ছন্দহারা পিএসজি। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ফিরতে হচ্ছে পয়েন্ট হারিয়ে। বোর্দোর সঙ্গে ড্র করার পর দলটি জয়ের দেখা পেল না স্ত্রাসবুরের বিপক্ষেও।
বুধবার রাতে স্ত্রাসবুরের মাঠে লিগ ওয়ানের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে পিএসজি। লিগে টানা ১৪ ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে ড্র করল টমাস টুখেলের দল। আগের ম্যাচে বোর্দোর মাঠে ২-২ গোলে ড্র করেছিল তারা।
তবে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ১৬ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪। ১৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিলে। তৃতীয় স্থানে থাকা মঁপেলিয়ের পয়েন্ট ২৯।
স্ত্রাসবুরের বিপক্ষে অবশ্য পুরো শক্তি নিয়ে মাঠে নামেনি পিএসজি। শুরুর একাদশে ছিলেন না নেইমার, কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়া। ম্যাচটিতে হারের শঙ্কাও ছিল অতিথিদের।
প্রথমার্ধের নির্ধারিত খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে স্পটকিক থেকে কেনি লালার গোলে এগিয়ে যায় স্ত্রাসবুর। অনেকটা সময় এই ব্যবধান ধরে রেখেছিল স্বাগতিক দল।
ম্যাচের ৭১তম মিনিটে সমতা ফেরায় পিএসজি। পেনাল্টি থেকে গোলটি করেন এদিনসন কাভানি। গোলটিতে বড় অবদান এমবাপের। বিরতির পর বদলি হিসেবে নামা ফরাসি এই ফরোয়ার্ডকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কাভানি।
পিএসজিকে হারের লজ্জায় ডুবাতে পারত স্ত্রাসবুর। যোগ করা সময়ে স্বাগতিকদের একটি গোল অফসাইডের কারণে বাদ হয়ে যায়।