মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইংলিশ লিগে খেলার ইঙ্গিত নেইমারের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩ পিএম

পরবর্তী গন্তব্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইঙ্গিত দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের মতে, ক্যারিয়ারের কোনো একটা পর্যায়ে বড় মাপের প্রত্যেক খেলোয়াড়েরই ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে খেলা উচিত।

নেইমার ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে নাম লেখাতে পারেন বলে বেশ কিছুদিন ধরে গুঞ্জন। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়ের সঙ্গে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের যোগাযোগ আছে বলেও সংবাদ মাধ্যমে খবর এসেছে।

২০১৬ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। প্যারিসের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি রয়েছে তার। তা সত্ত্বেও ইপিএলে খেলার ইঙ্গিত দিলেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

ইপিএলে খেলবেন কি-না ম্যান সিটির ফরাসি লেফট-ব্যাক বাঁজামা মাদির প্রশ্নের জবাবে ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে নেইমার বলেন, “এটা অনেক বড় একটা প্রতিযোগিতা। বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা।”

“আগামীকাল কী ঘটবে আমরা তা জানি না। তবে আমি বিশ্বাস করি, বড় মাপের প্রত্যেক খেলোয়াড়ের প্রিমিয়ার লিগে একদিন হলেও খেলা দরকার।”

পিএসজির হয়ে এবারের মৌসুমে দারুণ ছন্দে আছেন নেইমার। লিগ ওয়ানে এরই মধ্যে করেছেন ১১ গোল। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৫ গোল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত