মাদকসম্রাট ফেলিক্স গ্যালারডোর গল্প এখনো শেষ হয়নি। এক ঘোষণায় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স জানায়, দ্বিতীয় সিজনে আসছে ‘নারকোস : মেক্সিকো’। ১৬ নভেম্বর সিরিজের প্রথম সিজনের প্রিমিয়ার হয়। এর তিন সপ্তাহ পর বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা এসেছে। তবে নতুন সিজন কবে নাগাদ পাওয়া যাবে জানা যায়নি।
এটি হবে মূল ‘নারকোস’ সিরিজের চতুর্থ সিজন। প্রথম দিকের গল্প ছিল পাবলো এসকোবার ও মেডেলিন কার্টেলের নেতৃত্বে কলম্বিয়ায় কোকেন ব্যবসার উত্থান নিয়ে। এর পর মাদক পাচারকেন্দ্রিক সিরিজটি হয়ে উঠে মেক্সিকো নির্ভর হয়। দেশটির গুয়াদালাজারা গোষ্ঠীর উত্থান ও কলম্বিয়ান গোষ্ঠীর সঙ্গে বিবাদ নিয়েই তৈরি হয়েছিল ‘নারকোস : মেক্সিকো’।
সিরিজে ফেলিক্স গ্যালারডোর ভূমিকায় অভিনয় করেছেন ডিয়েগো লুনা। নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি জানান, একঘেয়ে ড্রাগ মাফিয়ার চেয়ে আলাদা একটি চরিত্রে অভিনয় করেছেন। যেখানে একজন মানুষের জীবনের ধূসর অংশ উঠে এসেছে।
১৯৮০ সালে ফেলিক্স গ্যালারডোর নেতৃত্ব নেওয়া থেকে ড্রাগ পাচারকারীদের সাম্রাজ্য স্থাপনের গল্প দেখিয়েছে ‘নারকোস : মেক্সিকো’। ডিইএ এজেন্ট কিকি ক্যামেরিনা স্ত্রী ও ছেলেকে নিয়ে গুয়াদালাজারা ক্যালিফোর্নিয়ায় চলে আসে নতুন দায়িত্ব নিয়ে, আর শিগগিরই জানতে পারেন এই অ্যাসাইনমেন্ট আরও বেশি চ্যালেঞ্জিং। এর পর আসে অ্যাকশন, ট্র্যাজেডি ও নানা নাটকীয় মোড়।
ক্যামেরিনা চরিত্রে অভিনয় করেছেন মাইকেল পেনা। আরও অভিনয় করেন টেনচ হুয়ের্টা মেজিয়া, এলিসা ডিয়াস, জোয়াকিন কোসিওসহ অনেকে। নতুন সিজনেও এ চরিত্রগুলো ফিরে আসবে।