ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর শহর চাবাহারে একটি পুলিশ কার্যালয়ের কাছে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি এ খবর জানায়।
চাবাহারের ভারপ্রাপ্ত গভর্নর রামডেল বামেরিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আজ সকালে চাবাহারের একটি পুলিশ স্টেশনের কাছে গাড়ির ভেতরে রাখা একটি বোমা বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত এবং কয়েকজন আহত হন। গাড়িটি চাবাহারের পুলিশ সদরদপ্তরে থামানো হলে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়।’
হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন জানিয়ে নিরাপত্তা বিষয়ক সহকারী গভর্নর মোহাম্মদ হাদি মারাশি বলেন, এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোমা হামলার এ এলাকাটি মূলত সুন্নি অধ্যুষিত প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে অবস্থিত। যেখানে প্রায়ই মাদক চোরাচালানী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলযোগ হয়।
এর আগে ২০১০ সালে দক্ষিণ-পূর্ব ইরানের একটি শিয়া মসজিদে দুটি আত্মঘাতী বোমা হামলায় দেশটির এলিট বিপ্লবী গার্ডসহ কমপক্ষে ২৮ জন নিহত হন। এ হামলায় যুক্তরাষ্ট্রের মদদ ছিল বলে তখন অভিযোগ করে ইরান।