তান্ত্রিক হওয়ার জন্য মাকে খুন করে তারই রক্ত পান করে ভারতে হইচই ফেলে দিয়েছে ছত্তিশগড়ের কোরবা জেলার এক যুবক।
ডিসেম্বরের শেষদিন দিলীপ যাদব ওই কাজ করলেও দুদিন আগে পুলিশ খবর পায়। প্রতিবেশী এক নারী ঘটনাটি দেখার পর ভয়ে প্রথমে কাউকে কিছু বলেননি।
পুলিশ এখনো দিলীপকে ধরতে পারেনি। তারা চেষ্টা করছেন অন্য কারো ক্ষতি করার আগেই তাকে গ্রেপ্তার করার।
স্থানীয়দের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, দিলীপ দীর্ঘদিন তন্ত্রমন্ত্র শেখার চেষ্টা করছে। মাকে সে প্রায়ই ডাইনি বলতো। নিজের বাবা-ভাইয়ের মৃত্যুর জন্য সে মাকেই দায়ী করতো।
সমীরণ নামের এক নারী পুলিশকে জানান, তিনি প্রতিদিন সকালে দিলীপদের বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করেন। ৩১ ডিসেম্বর সেখানে যেতেই অদ্ভুত শব্দ শুনতে পান। একটু এগিয়ে দেখেন দিলীপ তার মাকে কুঠার দিয়ে খণ্ডবিখণ্ড করে বিছানায় রেখে দিয়েছে। ওই সময় তাকে রক্তও পান করতে দেখেছেন তিনি।
দুদিন বাদে তিনি নিজের ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন। এরপর গ্রাম্য প্রধানকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে তন্ত্র সাধনার কয়েকটি বই পেয়েছে। কিন্তু অভিযুক্তকে পায়নি।