খুলনা টাইটান্সকে ৮ রানে হারিয়ে জয়ে ফিরল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। উদ্বোধনী ম্যাচে বাজে হারের পর গতকাল মিরপুরে লড়ে জিতেছে তারা। বেশ বড় সংগ্রহ গড়েও মাশরাফী বিন মোর্ত্তজার দল প্রায় শেষ পর্যন্তই ভয়ে ছিল। সম্ভাবনা জাগিয়েও সুযোগটাকে মাহমদুউল্লাহর খুলনা কাজে লাগাতে পারেনি।
ক্রিস গেইলের খেলার কথা থাকলেও থাকলেন বিশ্রামে। ড্রেসিংরুমে বসে খেলা দেখলেন। দেখলেন ১৭০ তাড়া করতে নেমে কঠিন উইকেটেও ১১ ওভারে ৯০ রান তুলে ফেলে খুলনার উদ্বোধনী জুটি। পল স্টার্লিং (৪৬ বলে ৬১) আর জুনায়েদ সিদ্দিকীর (৩০ বলে ৩৩) জুটি বেনি হাওয়েল ভাঙলেন। এখান থেকেই ম্যাচে ফিরতে থাকে রংপুর। টানা তিন ওভারে তিন উইকেট। স্টার্লিংকে তুলে নেন মাশরাফী নিজে।
মাহমুদউল্লাহ ২৪ রান করলেও রংপুরের বোলাররা নিয়ন্ত্রণ পেয়ে গেছে ততক্ষণে। কার্লোস ব্রাফেট বিস্ময় জাগানিয়া কিছু করতে পারেন না। ১২ বলে ৩০ রানের প্রয়োজনও মেটে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ ওভারে ৪ ছক্কার প্রয়োজন মিটিয়ে জেতা ব্রাফেট থাকলেও শেষ ওভারে ১১ রান তুলেছে খুলনা। দরকার ছিল ২০।
তার আগে গেইল না নামলেও বিস্ফোরণ ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার রাইলি রুশো। ৫২ বলে ২ ছক্কা ও ৮ চারে ৭৬ রানে অপরাজিত থেকে ফিরেছেন। মেহেদী মারুফ (৫), অ্যালেক্স হেলস (১৫), মোহাম্মদ মিথুন (১৯) ফেরার পর ১০৪ রানের জুটি পেয়েছে রংপুর। রবি বোপারা ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ রানে অপরাজিত থেকেছেন। তাদের মান পরে রেখেছেন বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৬৯/৩, ২০ ওভার (রুশো ৭৬*, বোপারা ৪০*; জহির ১/৩০, আলি ১/৩৫)।
খুলনা টাইটান্স : ১৬১/৫, ২০ ওভার (স্টার্লিং ৬১, জুনায়েদ ৩৩, মাহমুদউল্লাহ ২৪; মাশরাফী ১/৩৫, শফিউল ২/৪৪)।
ফল : রংপুর রাইডার্স ৮ রানে জয়ী। ম্যাচসেরা : রাইলি রুশো।