মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কৃষকদের জীবনযাত্রার উন্নয়ন জরুরি

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১১:৩৯ পিএম

বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটে গেছে। সরকারিভাবে কৃষিতে ভর্তুকি দেওয়াসহ কৃষির আধুনিকায়নে কাজ করছে সরকার। তারপরও বিশাল কৃষিজীবী গোষ্ঠীমাত্রই দারিদ্র্যের প্রতিচ্ছবি। কৃষিতে উন্নয়ন ঘটলেও কিন্তু কৃষকের ভাগ্য পরিবর্তন হচ্ছে না সে রকমভাবে। বিশ্ব মানচিত্রে এখনো বাংলাদেশের কৃষক মানে বঞ্চিত অবহেলিত অভাবগ্রস্ত দারিদ্র্যের প্রতিনিধি।

দেশের বিশাল জনগোষ্ঠীর জীবন অত্যন্ত মানবেতর। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষিক্ষেত্রে সময় বাঁচাতে সাহায্য করছে। কৃষিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন আধুনিক প্রযুক্তি। সরকারও কৃষিক্ষেত্রের উন্নয়নে উৎসাহী ও আন্তরিক। বর্তমান দায়িত্ব নেওয়া সরকারের আগেই গ্রামোন্নয়নের পরিকল্পনা ছিল। গ্রাম যেন শহরের মতো সুযোগ সুবিধা পায় সেদিকে তারা সজাগ। এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু তারপরেও গ্রামে বসাবাসকারী কৃষকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশের কৃষক ধৈর্যশীল ও পরিশ্রমী। বিশ্বদরবারে আমাদের কৃষক মানে দারিদ্র্যের মডেল। এই থেকে পরিত্রাণ জরুরি। কৃষকদের জীবনযাত্রা উন্নত হলে কৃষিতে আরও রূপান্তর ঘটবে। তার প্রতিফলন পড়বে অর্থনীতিতে। দেশ সচ্ছলতার দিকে এগিয়ে যাবে। গ্রাম পাল্টালে দেশ আরও উন্নত হবে। দেশকে কার্যকরী মধ্যম আয়ের দেশে পরিণত করা যাবে।

মির্জা আবু হেনা কায়সার টিপু

উত্তরা, ঢাকা

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত