রাজধানীর তুরাগে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার তুরাগ থানায় এ মামলা করেন। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
মেয়েটির বাবা দেশ রূপান্তরকে জানান, উত্তরার ১০ নম্বর সেক্টরের পাশে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন তারা। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে একই এলাকায় খালার বাসা থেকে নিজের বাসায় ফিরছিল শিশুটি। পথে অপরিচিত এক যুবক জোর করে তাকে পাশের একটি টিনের ছাপড়া ঘরে নিয়ে ধর্ষণ করে। স্থানীয় লোকজন তাকে জানিয়েছেন, ওই ছাপড়া ঘরে আনুমানিক ২৫ বছর বয়সী সবুজ নামে এক যুবক বসবাস করে। তবে সবুজ নাকি অন্য কেউ তার মেয়েকে ধর্ষণ করেছে তা নিশ্চিত হতে পারেননি। ওই যুবককে দেখলে চিনতে পারবে বলে শিশুটি জানিয়েছে। শিশুটির বাবা আরও জানান, অসুস্থ মেয়েকে তারা প্রথমে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।