এবার অস্কারের ‘ভিএফএক্স’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’, ‘ব্ল্যাক প্যানথার’, ‘ক্রিসটোফার রবিন’, ‘জুরাসিক ওয়ার্ল্ড : ফলেন কিংডম অ্যান্ড মেরি পপিনস রিটার্ন্স’ ইত্যাদি ছবিগুলো। তবে এই তালিকায় বাদ পড়ল জ্যাসন মমোয়া, নিকোল কিডম্যান এবং আম্বর হার্ড অভিনীত পানির নিচের সুপার হিরো মুভি ‘অ্যাকুয়াম্যান।’ তাই এর পরিচালক জেমস ওয়ান বেশ নাখোশ হয়েছেন। এই তালিকাকে তিনি ‘কলঙ্কময়’ বলেছেন। ওয়ান তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। ছবির ভিজুয়াল ইফেক্টস সুপারভাইজার কেলভিন জেমস ওয়ানকে তার দারুণ কাজের জন্য অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। সেটার উত্তরে ওয়ান লিখেছেন, ‘আপনি এবং আপনার ডিপার্টমেন্ট ছিল ছবির অন্তরালের নায়ক। বিষয়টি হলো, অস্কারের ভিএফএক্স আপনার কাজকে মর্যাদা দিতে পারেনি।’