আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের আন্দোলন সহিংসতার দিকে গেলে সমুচিত জবাব দেওয়া হবে। গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যান। পথে শিমুলিয়া ফেরিঘাটে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তারা। পরে শিমুলিয়া ফেরিঘাট থেকে ‘ক্যামেলিয়া’ নামের ফেরিতে চড়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
শিমুলিয়া ছাড়ার আগে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দলের আন্দোলনের কর্মসূচি তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা লিগ্যালভাবে (আইনি) যেকোনো ধরনের কর্মসূচি দিতে পারে। তাদের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তবে আন্দোলনের নামে সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলের আন্দোলন সহিংসতা ও নাশকতার দিকে গেলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’
জাতীয় ঐক্যফ্রন্টের দিকে ইঙ্গিত করে ওবায়দুল বলেন, ‘যারা আন্দোলনের মাঠে ব্যর্থ, নির্বাচনেও পরাজিত, তারা নতুন করে কোনো কর্মসূচি দিয়ে সফল হবে বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না এবং সরকারও বিশ্বাস করবে না। ভবিষ্যতেও তারা সফল হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’