২৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী মেকানজি। বুধবার টুইটারে এ সিদ্ধান্তের কথা জানান তারা। তবে বিচ্ছেদের কারণ উল্লেখ করা হয়নি।
৫৫তম জন্মদিনের মাত্র তিন দিন আগে এই খবর জানালেন জেফ বেজোস।
বুধবার তারা এক বিবৃতিতে বলেন, “দীর্ঘদিন একসঙ্গে অনেক মধুর সময় কাটানোর পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি, বিবাহ বিচ্ছেদের পরও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখব।”
তারা আরও বলেন, “বিয়ের পর থেকেই আমরা একে অপরকে সব সময় অন্যভাবে খুঁজে ফিরেছি এবং আরও গভীর, আন্তরিক ও কৃতজ্ঞচিত্তে ফিরে পেয়েছি। যদি জানতাম ২৫ বছর পর আমাদের আলাদা হয়ে যেতে হবে, তবে আমরা আবারও বিয়ে করতাম ও নিজেদের খুঁজে ফিরতাম।”
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, জেফ বেজোসের অর্থের পরিমাণ ১৩৬ দশমিক ২ বিলিয়ন ডলার। ৪৮ বছর বয়সী মেকানজি ৬৮ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। তিনি পেশায় একজন ঔপন্যাসিক।
বিচ্ছেদের পর তাদের সম্পত্তির ভাগাভাগি হবে। এ কারণে শীর্ষ ধনীর তালিকায় কয়েক ধাপ নিচে পড়ে যাবেন জেফ।
ইতিমধ্যে তাদের বিবাহ বিচ্ছেদের খবরে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।