জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের গভীর থেকে ভেসে আসা এক ধরনের রেডিও সিগন্যালের সন্ধান পেয়েছেন। কানাডায় একটি টেলিস্কোপে বারবার ভেসে আসা এই সংকেত ধরা পড়ে।
নেচার জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে রেডিও সিগন্যাল ভেসে আসার খবর পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, ১৩টি দ্রুত গতির সিগন্যাল শনাক্ত করা হয়েছে। এগুলো ‘এফআরবি’ নামে পরিচিত। একই উৎস থেকে প্রায় ১.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরের অন্য কোনো গ্যালাক্সি হতে এগুলো ভেসে এসেছে।
এর আগে একবারই অন্য একটি টেলিস্কোপে এই ধরনের সিগন্যাল ধরা পড়ে।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার গবেষক ইনগ্রিদ স্টেইরস বিবিসিকে বলেন, ‘এগুলো কোথা থেকে ভেসে আসছে সে বিষয়ে আমরা এখনো অন্ধকারে। আরো কয়েক দিন পর আমরা মহাজাগতিক এই ধ্রুবজাল সম্পর্কে নিশ্চিত হতে পারবো।’
এই সংকেতের কথা সামনে আসতে আরেকটি মহাবিশ্বের সম্ভাবনা দেখছেন কেউ কেউ। আমেরিকার হার্ভার্ড-স্মিথসনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক এভি লোয়েব বলেন, ‘আমরা যে এলিয়েনের কাল্পনিক উপস্থিতি নিয়ে আলোচনা করে থাকি, এগুলো সেখান থেকেও আসতে পারে। তবে সবকিছু আমাদের কাছে এখনো কল্পনা নির্ভর। নিশ্চিত হতে আরও সময় লাগবে।’