রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

হাতির আক্রমণে বন পাহারাদারের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১২:৫৬ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার সামাজিক বনায়নের পাহারাদার আলী আহমদ (৫৫) দায়িত্ব পালনের সময় বন্যহাতির আক্রমণে মারা গেছেন। তিনি উপজেলার পূর্ণগ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে।

উপজেলার খুটাখালী ইউপির সদস্য জসিমউদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে বন পাহারা দেওয়ার একপর্যায়ে পাহাড়ের ঢালুতে ঘুমিয়ে পড়েন আলী আহমদ। রাতের কোনো একসময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আহমদের তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

চকরিয়া থানার ওসি বখতিয়ারউদ্দিন চৌধুরী জানান, হাতির আক্রমণে নিহত আলী আহমদের পরিবারের সম্মতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত