মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে খুন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০১:০৫ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর কুড়ালের কোপে খুন হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোঘলদীঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ মিয়া (১৭) পোঘলদীঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে পোঘলদীঘা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, কান্দারপাড়া গ্রামের পলাশের কাছ থেকে তার বন্ধু পাশর্^বর্তী রুদ্র বয়ড়া গ্রামের আবদুর রশিদের ছেলে সাগর মিয়া দুই হাজার টাকা ধার নিয়েছিল। রবিবার রাত সাড়ে ৮টার দিকে পলাশ বন্ধু সাগরের বাড়িতে পাওনা টাকা চাইতে যায়। এ সময় সাগর টাকা দিতে অস্বীকার করে। এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাগর কুড়াল দিয়ে কুপিয়ে পলাশকে গুরুতর আহত করে। পলাশকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মহব্বত কবীর জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত