মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ভারতীয় ক্রিকেটারদের ‘আচরণ ভালো’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯ এএম

নারীদের নিয়ে হার্দিক পান্ডিয়া-লোকেশ রাহুলের আপত্তিকর মন্তব্যের ঘটনায় ভারতীয় ক্রিকেট সম্মানহানির মুখে। তবে দেশটির ক্রিকেটারদের আচরণের প্রশংসা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ নামের এক টিভি শোতে গিয়ে নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন পান্ডিয়া-রাহুল। এতে শাস্তিও পেতে হয় তাদের। ভারতের এই দুই ক্রিকেটারের মন্তব্যের বিষয়টি এড়িয়ে রিচার্ডসন বলেছেন, বিরাট কোহলির দলের ক্রিকেটাররা যথেষ্ট ভদ্র। হার্দিক-রাহুলের বিতর্ক একেবারেই বিচ্ছিন্ন ঘটনা।

“কোহলির দল সবসময়ই ভদ্র আচরণ করে। ভারতীয় দলকে ক্রিকেট মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধীতা করতে দেখা যায় না।”

ভারতীয় দল ক্রিকেটের স্পিরিট মেনেই মাঠে নামে বলে মনে করেন আইসিসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ভারত অধিনায়ককে ক্রিকেটের আসাধারণ দূত বলেও আখ্যা দেন রিচার্ডসন।

নারীদের নিয়ে হার্দিক-রাহুলের বিকর্তিক মন্তব্যের পর কঠিন অবস্থান দেখা যায় কোহলির। এই দুই ক্রিকেটারের বেফাঁস মন্তব্য একেবারেই সমর্থন যোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এও নিশ্চিত করেন যে, পান্ডিয়াদের ব্যক্তিগত মন্তব্য ভারতীয় দলের সংস্কৃতির পরিচায়ক নয়।

ভারতের ড্রেসিং রুমে এমন কুরুচিকর সংস্কৃতির কোনও জায়গা নেই বলে দুই ক্রিকেটারের আচরণের কঠোর সমালোচনা করেছিলেন কোহলি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত