ফরিদপুর শহরের কুঠিবাড়ী লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে শহরের লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. মাসুদুর রহমান শহরের কুঠিবাড়ী লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সড়কের ওপর ইয়াবা বিক্রির সময় ৭শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব শেখকে (২০) আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর বাড়ি শহরের কুঠিবাড়ী লক্ষ্মীপুর এলাকায়। এ সময় দুই মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম ও রতন মোল্লা পালিয়ে যায়।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, আটককৃত সাকিব পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া অপর দুই মাদক ব্যবসায়ীকে আটকে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক মামলা হয়েছে।
ওসি আরও জানান, মাদক ব্যবসায়ীদের আটকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান অব্যাহত রাখবে।