বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

২১-এর গ্রীষ্মে নতুন ‘ব্যাটম্যান’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৩ পিএম

অবশেষে সুপারম্যান সিনেমার দর্শকের জন্য সুখবর। ভক্তদের প্রিয় ‘ব্যাটম্যান’ সিরিজের নতুন সিনেমার ঘোষণা দিল হলিউডের অন্যতম স্টুডিও ওয়ার্নার ব্রস। ২০২১ সালের ২৫ জুন মুক্তি পাবে ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র নিয়ে নির্মিত সিনেমাটি। লেখক ও পরিচালক হিসেবে থাকছেন ম্যাট রিভস। তবে সিনেমার মূল চরিত্রে থাকছেন না ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’, ‘সুইসাইড স্কোয়াড’ ও ‘জাস্টিস লিগ’ অভিনেতা বেন অ্যাফ্লেক। তার বদলে দেখা যাবে কমবয়সী ব্রুস ওয়েনকে। ব্যাটম্যান নিয়ে প্রযোজকের সঙ্গে রিভস বসেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় বেন অ্যাফ্লেককে মাথায় রেখে সিনেমাটি ভাবা হয়। কিন্তু একাধিক প্রজেক্ট নিয়ে এ তারকার ব্যস্ততায় নতুন করে ভাবতে হয়েছে ওয়ার্নার ব্রসকে। এ ছাড়া দুবার অস্কারজয়ী বেন বুঝতে পেরেছেন ব্যাটম্যানের এ গল্প তার জন্য নয়। নতুন কেউ হলে ভালো মানাবে। জানা গেছে, নতুন ডার্ক নাইট হবেন কমবয়সী কেউ। বর্তমানে সেই অভিনেতাকে খোঁজা হচ্ছে।

টুইটার বার্তায় নতুন ব্যাটম্যান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেন অ্যাফ্লেক। ম্যাট রিভসের আগে ‘ক্লোভারফিল্ড’ ও দুটি ‘প্ল্যানেট অব দ্য এপস’-এর মতো জনপ্রিয় মুভি উপহার দিয়েছেন দর্শকদের। ওয়ার্নার ব্রস এ নির্মাতাকে দায়িত্ব দিয়ে নিশ্চিত বলে ভ্যারাইটি ডটকমকে জানান। বর্তমানে রিভস চিত্রনাট্য চূড়ান্ত করছেন। এরপর অভিনয়শিল্পীদের দিকে মনোযোগ দেবেন

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত